খুব সহজেই এয়ারটেলের সব সার্ভিস দেখে নিন


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।

 



আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা অনেকেই তো এয়ারটেলের সব সার্ভিস জানেন না। কিন্তু কোন ব্যাপার না এখন আমরা খুব সহজেই জেনে নিতে পারি। আমরা সকলেই কম বেশি সকল সিম ব্যবহার করি।কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে নাম্বার চেক করতে হয়। কিভাবে সিমের ব্যালেন্স চেক করতে হয়।

এখন আমরা সকলেই এয়ারটেলের প্রয়োজনীয় ডায়াল কোড সম্পর্কে জানব।

অ্যাকাউন্ট ব্যালেন্স চেক  *১# অথবা *৭৭৮#

♦নিজের নম্বর জানতে   *২#

♦ইন্টারনেট ব্যালেন্স চেক
    *৩#অথবা*৮৪৪৪*৮৮#

♦ইন্টারনেট প্যাক কিনতে  *৪#

♦ইন্টারনেট সেটিংস রিকোয়েস্ট করতে *৫#

♥মিনিট প্যাক কিনতে *০#

♦মিনিট ব্যালেন্স চেক করতে *২২২*২# অথবা    
  *২২২*৮#

♦সকল VAS সার্ভিস বন্ধ করতে *৯#

♦সব সার্ভিস দেখতে  *১২১#

বোনাস টিপস্  ➤

এই কোডের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন ইন্টারনেট  নিজের নাম্বার চেক করতে পারবেন।ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন  ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। ইন্টারনেট সেটিংস রিকোয়েস্ট করতে পারবেন  মিনিট প্যাক কিনতে পারবেন।  মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন। সকল সার্ভিস বন্ধ করতে পারবেন। সার্ভিস দেখতে  করতে পারবেন।

*3#চেক করে 

1. temporary stop plan

 okay হয়ে গেল।


এবার প্লান চালু করার পালা।

ডায়াল *৮৪৪৪# 

তারপর ডায়াল ২ নাম্বার অপশন 

2.Manage existing plan(s)

তারপর ডায়াল ১ নাম্বার অপশন 

1. Activate plan 

তারপর ডায়াল ১ নাম্বার অপশন 

1. Review plan

আশা করি আমার পোস্টটি ভাল লেগেছে। 

2 Responses to "খুব সহজেই এয়ারটেলের সব সার্ভিস দেখে নিন "

Copyright

Extra Links

» About us
» Contact us
» Sitemap
» Facebook Group ✔
» বিজ্ঞাপন দিন