এসএসসি 2022 পাশের নিয়ম Ssc পাশ করার নিয়ম


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।
এসএসসি 2022 পাশের নিয়ম Ssc  পাশ করার নিয়ম


প্রিয় শিক্ষাথী বন্ধুরা  আশাকরি সবাই অনেক ভালো আছেন।গত ১৮-১৯মাস ধরে করোনা মহামারি জন্য স্কুল বন্ধ থাকায় সকল শিক্ষার্থীর বন্ধুদের অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে যারা এসএসসি ২০২২ সালের পরীক্ষার্থী তাদের বেশি ক্ষতি হয়েছে।এই জন্য আমি তোমাদের কে বুঝিয়ে দিব যে এসএসসি পরীক্ষার নিয়মও কত মার্কের পরীক্ষা হবে। এটুজেট সবই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ।

কত মার্কের পরীক্ষা হবে,

সৃজনশীল প্রশ্ন থাকবে  ১১টি তার মধ্য থেকে যে কোন ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর MCQ থাকবে ৩০টি তার মধ্য থেকে ১৫টি Answer  করতে হবে। 

               পরীক্ষার সময় থাকবে,

পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট। MCQএবংCQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 

পরীক্ষা শুরু হবে,

পরীক্ষা শুরু হবে নভেম্বরের ১৪/১১/২০২২ইং তারিখে রবিবার।এই তারিখে পরীক্ষা শুরু হবে। 

 পরীক্ষার সময় 

পরীক্ষার শুরু হবে সকাল ১০টা ১১টা পর্যন্ত আবার বিকাল ২টা থেকে ৩.৩০টা পর্যন্ত। সকালে পরীক্ষা শুরু হবে বিজ্ঞান বিভাগ ও মানবিক বিভাগ এবং বিকালে বাণিজ্য বিভাগ।

পরীক্ষার রুটিন,


২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে, ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়ােজনে বাের্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

১। পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)১৩৬ ১৪/১১/২০২১রবিবার

১। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫৩ ১৫/১১/২০২১সোমবার

১। রসায়ন (তত্ত্বীয়) ১৩৭ ১৬/১১/২০২১মঙ্গলবার

১। শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) ১৩৩ ১৮/১১/২০২১
বৃহস্পতিবার

১। ভূগােল ও পরিবেশ১১০, ২১/১১/২০২১ রবিবার

১। উচ্চতর গণিত (তত্ত্বীয়)
২। জীব বিজ্ঞান (তত্ত্বীয়)২২/১১/২০২১ সোমবার।

১। পৌরনীতি ও নাগরিকতা
২। অর্থনীতি ২৩/১১/২০২১ মঙ্গলবার

১। হিসাব বিজ্ঞান ১৫/১১/২১ইং সোমবার

১।ফিন্যান্স ও ব্যাংকিং ২১/১১/২১ইং রবিবার 

১। ব্যবসায় উদ্যোগ ২৩/১১/২১ইং মঙ্গলবার

বিশেষ নির্দেশাবলি:

১। কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৩। পরীক্ষার সময় ০১ঘন্টা ৩০ মিনিট* MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনাে বিরতি থাকবে না।

(ক) সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
সকাল ০৯.৩০ মি, অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।সকাল ১০.১৫ মি, বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

(খ) দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
দুপুর ০১.৩০ মি, অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।দুপুর ০২.১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

৪। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
২০১৭-২০১৮,২০১৮-২০১৯,২০১৯-২০২০,২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা
বিষয়ে এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। প্রতিষ্ঠান নিজ নিজ
পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা(নােটবুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৮/১১/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রব্যবহারিক খাতা(নােটবুক) এর নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বাের্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর,বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত।
আরো আসছে..........

বিঃদ্রঃএই ব্লগে বিভিন্ন কমেন্ট, ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট /বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কমেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোথাও কোন আপত্তি  থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন। আপনার  কমেন্ট,সরিয়ে ফেলানো হবে।


0 Response to "এসএসসি 2022 পাশের নিয়ম Ssc পাশ করার নিয়ম"

একটি মন্তব্য পোস্ট করুন

Copyright

Extra Links

» About us
» Contact us
» Sitemap
» Facebook Group ✔
» বিজ্ঞাপন দিন