পরীক্ষায় A+ পাওয়ার উপায় ও পরীক্ষা দেওয়ার নিয়ম


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।




পরীক্ষায় A+ পাওয়ার উপায়


 আসসালামু আলাইকুম আশাকরি সাবাই আল্লাহ রহমতে অনেক ভালো আসেন।তো বন্দুরা আজ আমি এমন একটি টিপস দিব। যে তুমি অবাক হয়ে যাবা আদৌ সম্ভব। হে প্রিয় বন্ধুরা এটাও সম্ভব। যে তুমিও পরীক্ষায় এ প্লাস পেতে পারো।তবে এই টিপস গুলো ভালো ভাবে মেনে চলতে হবে। তাহলে তুমি পরীক্ষায় এ প্লাস পেতে পারবে। এ প্লাস পেতে হলে তোমাকে খুব মনোযোগ সহকারে এই পোস্ট পড়তে হবে।এবং ভালো করে  এবং রুটিন মাফিক পড়া শোনা করতে হবে।তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।

Ssc তেA+ পাওয়ার উপায়

Hsc তে A+ পাওয়ার উপায়

Jsc তে A+  পাওয়ার উপায়

পরীক্ষায়  A+ পাওয়ার সহজ উপায়,

পরীক্ষায় এ  প্লাস পেতে হলে নিয়মিত রুটিন মাফিক পড়া লেখা করতে হবে।এবং ভালো করে বুঝে বুঝে পড়তে  হবে এই লাইটা পড়বে সেটি বোঝার চেষ্টা  করবে এবং পড়ার সময় অন্যদিকে মনোযোগ নেওয়া যাবে না মনোযোগ সব সময় বইয়ের দিকে থাকতে হবে।এবং যে লাইনটা পড়বে বা মুখস্ত করবা সেটি খাতায় লিখবা ফলে তোমা ব্রেনে ধরে রাখতে পারবা। তাহলেই তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পাড়বে আশা করা যায়।

পড়ার নিয়ম,

তোমরা যখন পড়ার টেবিলে বসো এবং পড়ার সময় প্রতিটি বই পড়ে শেষ করতে হবে।অন্তত এক অধ্যায় করেও প্রতিটি বইয়ের পড়া পড়ে শেষ করতে হবে এবং তোমার প্রতিটি বইয়ের অধ্যায় পড়া শেষ হয়ে গেলে তারপরে বেশি বেশি করে বইগুলো রিভাইস দিতে হবে। এবং পরীক্ষার সময় তুমি মনোযোগ সহকারে রিভাইস দিতে হবে।এবং পড়াগুলো ভুল থেকে শেখা। ভালো করে খেয়াল রাখতে হবে যে কেন ভুল হচ্ছে সেগুলো সংশোধন করতে হবে এবং পড়ায় ভুল হলে পড়ায় মনোযোগ বাড়ে এবং পড়া গুলো ভালো করে বুঝতে পারবেন।

Ssc/Hsc/Jsc তে ভালো করার উপায়



১০.নিজের মতো করে পড়া গুলো কে সাজিয়ে শুরু করা 

পরীক্ষায় ভালো করে ইতিবাচক থাকতে হবে। মনে ভয় রাখা যাবে না। পরীক্ষার সময় পড়াগুলো রুটিন অনুযায়ী সাজাতে হবে। তারপর পড়া শুরু করতে হবে।এগুলো অনুসরণ করলে তোমার সুবিধা হবে।অনেক সহজ হয়ে যাবে।তাহলে পরীক্ষায় ভালো লিখতে পারবে। এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। 

৯,ভুল থেকে শেখা 

পড়াগুলো ভুল থেকে শেখা। ভালো করে খেয়াল রাখতে হবে যে কেন ভুল হচ্ছে সেগুলো সংশোধন করতে হবে এবং পড়ায় ভুল হলে পড়ায় মনোযোগ বাড়ে এবং পড়া গুলো ভালো করে বুঝতে পারবেন।

৮,লেখার অভ্যাস করা,

বেশি বেশি করে লেখার অভ্যাস করা। লেখা গুলো সুন্দর ও স্পষ্ট করে লেখা।  

৭,হাতের লেখা সুন্দর করা

হাতের লেখা সুন্দর করে লিখতে হবে।লেখার মধ্যে সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে হবে।এজন্য করে লিখতে হবে।

  আরো পড়ুন.. free internet 1GB banglalink 

৬,ক্লাসে শিক্ষক বয়ান ফলো করা,

ক্লাস চলা কালে শিক্ষকদের কখা মনোযোগী হয়ে শোনা।শিক্ষকদের অনুসরণ করা শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করা তাদের সম্মান করা।

৫,পড়ার কৌশল,

বর্তমান পরিস্থিতিতে  একটু কৌশলী না হলে চলে না। যে কৌশল করতে পারে সেই জীবনে উন্নতি করতে পেরেছে তাই কৌশল করে পড়া লেখা করতে পারলে পরীক্ষায় ভালো  ফলাফল করতে পরবে।কিন্তু হুবহু লেখার পর যোদি সে একই ফল আসে তবে সে ক্ষেএ তোমাকে কৌশল করতে হবে।

৪,মনোযোগী হও,

প্রতিটি মানুষেরই এই সমস্যা যে কোনো কাজ করলে মনোযোগ সহকারে কাজ করেনা তেমনি ভাবে পড়ালেখা ও মনোযোগ দিয়ে কেও পড়ালেখা করেনা।এজন্য পড়ায় মনোযোগ আনার চেষ্টা করতে হবে।

৩,নিয়মিত নামাজ  পড়া,

পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পরতে হবে।বিষেশ করে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে হবে। তার পড় অন্তত এক ঘন্টা মনোযোগ দিয়ে বই পরতে হবে।কারন সকালের পড়া বেশি মনে থাকে।

২,পড়ার রুটিন 

পরীক্ষায় ভালো করতে হলে পড়ার রুটিন তৈরি করতে হবে এবং রুটিন অনুযায়ী পড়লে পরীক্ষায় ভালো করা সম্ভব। 

১,পড়াকে সহজ করা,

জীবনে যে কাজ করবা সেটিকে সহজ হিসেবে মনে করতে হবে।তেমই পড়াকেও তোমাকে সহজ করতে হবে।এবং জীবনের সব কিছুই সহজ করতে হবে।তাহলেই তোমার জীবনের লক্ষে পৌছাতে পরবে।

পরীক্ষায় লেখার নিয়ম,

পরীক্ষায় হলে ঢুকে হলে শিক্ষক প্রবেষ করার আগে তোমার কাগজ পএ ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে নিতে হবে।
পরীক্ষার হলে লেখার সময় বিসমিল্লাহ বলে লেখা শুরু করতে হবে।
খাতায় কলো নীল এবং পেন্সিল ছাড়া অন্য কোনো রং ব্যবহার করা যাবেনা।
পরীক্ষার হলে খাতাটি পেয়ে রোল নং রেজিস্ট্রেশন নম্বর সহ তথ্যাদি  দিয়ে পূরণ করতে হবে। 
পরীক্ষায় লুজ শিট নিলে সেটি মূল খাতায় আগে পূরন করতে হবে।
পরবর্তীতে ভুল না হয়।
পরীক্ষার হলে তোমার সর্বোচ্চ গতি দিয়ে লিখতে হবে তবে হাতের লেখা একটু খারাপ হবে এটাই স্বাভাবিক তবে চিন্তার কোন কারন নাই। 
পরীক্ষার খাতায় লেখার সময় কোটেশন,পয়েন্ট এগুলো সুন্দর করে নীল কালি দিয়ে লিখতে হবে।
ধীরস্থির হয়ে পরীক্ষা দিতে হবে।
লেখাগুলো সুন্দর করতে হবে।
পরীক্ষার খাতায় সব গুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে।  আর না পারলে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। আর সময় শেষ হয়ে গেলে যেটুকু লিখেছো সেটুকু শেষ করতে হবে।
পরীক্ষার খাতায় চেষ্টা করবেন প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করবেন।
মনে রাখবেন পরীক্ষার খাতায় হাবিজাবি কিছু লিখবেন না। যতটুকু পারেন সেটুকু লিখবেন।এখানে পৃষ্ঠা গুনে নম্বর দেয় না। যা লিখবেন সেগুলো অনুযায়ী নম্বর পাবেন। 
পরীক্ষার খাতায় যত সংক্ষেপে প্রশ্নের উওর দিতে হবে।
পরীক্ষার খাতায় ভূল করে যদি অন্য পৃষ্ঠায় লিখে ফেলছ তবে চিন্তার কোনো কারন নেই।যেটি ভূলে রেখে দিছ সেই পৃষ্ঠায় একটায় দাগ দিয়ে দিবেন।
পরীক্ষা শেষ হলে ভালো করে রিভিশন দিতে হবে।যাতে করে কোথাও ভূল হলে সেটি সংশোধন করতে পারবেন ।
কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।              
                                   একবার 

                          "আল্লাহু আকবার "





1 Response to "পরীক্ষায় A+ পাওয়ার উপায় ও পরীক্ষা দেওয়ার নিয়ম "

Copyright

Extra Links

» About us
» Contact us
» Sitemap
» Facebook Group ✔
» বিজ্ঞাপন দিন