অল্প পড়ে ভালো রিজাল্ট করার উপায়


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।

অল্প পড়ে ভালো রিজাল্ট করার উপায়

আসসালামু আলাইকুম আসা করি মহান আল্লাহ  তায়ালা রহমতে অনেক ভালো আসেন।আমিও আপনাদের রহমতে অনেক ভালো আসি।প্রিয় বন্দুরা আজ আমি আপনাদের একটি ভালো কিছু শেকানোর চেষ্টা করবো। এবং এই লেকা গুলো যদি আপনি মন দিয়ে ভালো করে পরেন তাহলেই আপনি অনেক কিছু করতে পারবেন। আপনার জীবনটা ও বদলে যাবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক।আজ আমাদের বিষয় হচ্ছে অল্প পারে ভালো রেজাল্ট করার উপায়। 

অল্প পারে ভালো রিজাল্ট করার উপায়, 

আমরা সবাই তো প্রতি দিনই পড়াশোনা করি কিন্তু দেখা গেছে পরীক্ষার সময় অনেকেই ফেল করে বসে। সে চিন্তা করে এত ভালো পড়ে ও পাস করে পারলাম না সে অনেক দুঃখ পায়।তাহলে এখন আমি আপনাদের সহযোগিতার জন্য এগিয়ে আসলাম। যে কিভাবে অল্প পড়ে ভালো রিজাল্ট করা সম্ভব। আপনি পড়ার টেবিলের বসে পড়ার সময় যে পড়াটি পরবেন সেই পড়া গুলো ভালো করে বুঝে পরবেন।তাহলেই আপনি ভালো রিজাল্ট করতে পারেন। 

পড়ার টিপস, 

পড়ার সময় ধরে ধরে  মন দিয়ে ভালো করে পরতে হবে। এবং মনোযোগ  সহকারে পরতে হয়।এবং মনে আসা রাখতে হবে যে আমি পড়াশোনা করে অনেক বড় হব বা অনেক কিছু করবো।যদি এই আসা মনের ভেতরে থাকে তাহলে  আপনি সফল হতে পারেন।

পড়ার সময়, 

যেহেতু আপনি এজন ভালো  ছাত্র বা ছাত্রী সেক্ষেত্রে আপনাকে পড়ার রুটিন তৈরি করতে হবে। এবং পড়ার সময় নিধারন  করতে হবে তবে সব কিছু করে বসে থাকলে হবেনা নিয়মিত পড়াশোনা করতে হবে। তাহলেই আপনি ভালো রিজাল্ট করতে পারেন। 

মোবাইলফোন, 

মনে  রাখতে হবে পড়ার সময় মোবাইল ফোন দুরে কোথাও রাখতে হবে।তারপর মনোযোগ সহকারে পড়তে হবে। 

ক্লাস, 

আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে। এবং শিক্ষকের কথা মনেযোগ দিয়ে শুনতে হবে।এবং সব দিন সামনের ছিতে বসতে হবে। যাতে শিক্ষকের কথা ভালো করে শুনতে হবে।

লেখালেখীর 

আপনি যেই অক্ষর গুলো পড়বেন অবশ্যই সেটি আাপনার খাতায় লিখে ফেলবেন।কারণ লেখা লেখির অভ্যাস করতে হবে।তাহলেই আপনি ভাল রিজাল্ট করতে পাড়বেন।

নিয়মিত হব,

ভাল রিজাল্ট করতে হলে অবশ্যই ভাল ভাবে এবং নিয়মিত পড়া লেখা করতে হবে।এবং রুটিন মাফিক পড়া লেখা করতে হবে। তাহলেই আপনি আপনার জীবনের লক্ষে পোঁছাতে পারবেন।

মনোযোগ সহকারে পড়া,

পড়ার সময় ভালো করে মনোযোগ সহকারে পড়া লেখা শুরু করতে হবে এবং প্রতি দিনের পড়া শেষ করে  নিতে হবে। এবং নিয়মিত হতে হবে এবং  এমন কিছু ভাবা যাবে যেটি আপনার পড়ার ক্ষতি হয়।সেগুলো থেকে বিরত থাকতে হবে। 

 নামায পড়া,

যদি আপনি মুসলমানের সন্তান হন তহলে পাচ ওয়াক্ত নামায পরতে হবে। বিশেষ করে ফযরের নামায পরতে হবে। এবং ফযরের নামায শেষে কম পক্ষে এক ঘন্টা
পড়তে হবে কারণ সকালের পড়া আপনার ব্রেনে খুব সহজে ধরে রাখতে পারে। এই জন্য পড়ার রুটিনে সকালের পড়া বেশি করে নিতে হবে। তাহলেই আপনি ভাল রিজাল্ট করতে পাড়বেন।


আরো আসছে........ 

2 Responses to "অল্প পড়ে ভালো রিজাল্ট করার উপায়"

  1. পোস্ট টি পড়ে উপকৃত হলাম ভাই, আমার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন, https://www.biddan24.com/2022/04/pdf.html?m=1

    উত্তরমুছুন

Copyright

Extra Links

» About us
» Contact us
» Sitemap
» Facebook Group ✔
» বিজ্ঞাপন দিন