সংবাদপত্রে প্রতিবেদন লেখার নিয়ম


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।


 আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি যে কি করে সংবাদপত্রের প্রতিবেদন লিখতে হয়। প্রতিবেদকের নাম বা পদবী, প্রতিবেদন  তৈরির স্থান ও ঘটনার একটা সংক্ষিপ্ত বিষয়বস্তু নিয়ে শুরু হয় সংবাদ প্রতিবেদন। এটা দু'তিন লাইনের মধ্যে শেষ হয়ে থাকে।  এ ধরনের প্রতিবেদন লিখতে গিয়ে সম্পাদকের নিকট আনুষ্ঠানিক পত্র কিংবা খাম আঁকার প্রয়োজন নেই। প্রশ্নে সংবাদপত্র বা প্রতিবেদকের নাম থাকলে সেটা অনুসরণ করতে হবে।তাহলেই তোমরা  প্রতিবেদনটি সঠিকভাবে লিখতে পারবে।এবং লেখার ধরন ভালো হবে। তাহলে শুরু করা যাক।

📝প্রতিবেদন লেখার নিয়ম,

বরাবর 

সম্পাদক,

দৈনিক.........,
তুমি যে পত্রিকায়  প্রতিবেদন লিখবে সেটার নাম ওপরে লিখতে হবে।
জনাব 
     বিনীত, নিবেদন এই যে, কোভিড১৯ এর কারণে দীর্ঘদিন যাবৎ সকল  বিদ্যালয় বন্ধ ছিল। তাই আমি একটি প্রতিবেদন প্রস্তুত করে পত্রিকায় একটি প্রতিবেদন পেশ করছি ইত্যাদি  ....................................................,

অতএব................................................................................, 

 প্রতিবেদকের নাম ও ঠিকানা:

প্রতিবেদনের স্থান :

তারিখ:

প্রতিবেদন তৈরি সময় :

*এখানে খাম একে দেখাতে হবে,

তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের পোস্টে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ। 


0 Response to "সংবাদপত্রে প্রতিবেদন লেখার নিয়ম"

একটি মন্তব্য পোস্ট করুন

Copyright

Extra Links

» About us
» Contact us
» Sitemap
» Facebook Group ✔
» বিজ্ঞাপন দিন