এস এস সি বাংলা ২য় পত্র সাজেশন ২০২২


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।

 

বিসমিল্লাহির রহমানির রহিম 

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন।   ইনশাআল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি। তোমরা সবাই তো ইংলিশ গণিতএবং গ্রুপের সাবজেক্ট  গুলা নিয়া অনেক চিন্তা করো। এবং রাতে যখন পড়ার টেবিলে বসো। আমরা সবাই আগে গণিত এর পর ইংলিশ এবং গ্রুপের সাবজেক্ট গুলো পড়ি। তাই বাংলা পড়ার সময় থাকেনা।এবং বাংলা সাবজেক্ট তুচ্ছ মনে করে রেখে দেয়। কিন্তু তোমার মনে কোন প্রশ্ন জাগে না যে বাংলা সাবজেক্ট অন্যান্য সাবজেক্ট গুলোর মতই কঠিন।তাই তুচ্ছ না করে এই সাবজেক্ট গুলোর উপর আমাদের মনোযোগী হওয়া উচিত। কারণ দেখা গেল একজন মোটামুটি ভাল ছাত্র সব সাবজেক্ট গুলায়  ভাল রেজাল্ট করছে। কিন্ত বাংলায় ফেল  করেই বসলো। এজন্যই আমাদের এই ব্যাপার নিয়ে ভাবা উচিত। আজ আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।এবং বাংলা দ্বিতীয় পত্র কিছু প্রশ্ন সাজেশন  নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।  এটা প্রশ্ন নয় সাজেশন।

 কিন্তু মনে রাখবেন এটা সাজেশন, প্রশ্ন না। ভাল ফলাফল করতে পড়ার বিকল্প নেই।

  বাংলা ২য় পত্র প্রশ্ন সাজেশন 

বাংলা ২য় পত্র প্রশ্ন ২০২২ এস এস সি ঢাকা বোর্ড?

১.যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ লেখ।

যেমন: 
ক.বাংলা নববর্ষ

খ.পরিবেশ দূষণ 

২.যে কোন একটি বিষয়ে পত্র লিখ।

যেমন :ক.মনে করো তুমি রানা। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধু রিফাতের কাছে পত্র লিখ।

অথবা ;খ: মনে করো,তুমি খুলনা জেলা স্কুলের  দশম শ্রেণীর একজন ছাত্র। প্রশংসা পত্র চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকটে একটি আবেদনপত্র লেখ।

৩.সারাংশ ও সারমর্ম। 

ক:চরিত্র, মনুষ্যত্ব , জ্ঞান ও কর্মের উপর নির্ভর করে মানুষের মর্যাদা। এসবের মধ্যে চিত্রই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। চরিত্রগুণেই মানুষ শ্রদ্ধা অর্জন করে। যিনি সত্যবাদী, বিনয়ী, জ্ঞানী,পরোপকারী,  স্বাধীনতাপ্রিয় ও সজ্জন তিনিই চরিত্রবান। 

৪.ভাব সম্প্রসারণ।

ক:যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখে  তাই  পাইলেও পাইতে পারো অমূল্য রতন। 
খ:স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে?পশু সেইজন।

৫.প্রবন্ধ রচনা 

১.শীতের একটি সকাল 
২.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 
৩.স্বদেশ প্রেম 
৪.দেশ ভ্রমণ 
৫.কম্পিউটার 
৬.সংবাদপত্র 
৭.শিশুশ্রম 
তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের পোস্টে। ইনশাআল্লাহ আশা করি সবাই ভাল থাকবেন। আসসালামু আলাইকুম। 

0 Response to "এস এস সি বাংলা ২য় পত্র সাজেশন ২০২২"

একটি মন্তব্য পোস্ট করুন

Copyright

Extra Links

» About us
» Contact us
» Sitemap
» Facebook Group ✔
» বিজ্ঞাপন দিন