জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপে ভর্তির তারিখ ২০২৩-২৪


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।


জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপে ভর্তির তারিখ  ২০২৩-২৪



জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ

 ভর্তি শুরু কবে,


স্মারক নংঃ ১০(২২৬)জাতী:বি:/রেজি:
অ্যাকা২০২১/২৪৪৬তারিখ ১৩/১০/২০২১২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপ অনলাইন আবেদন ১৮ অক্টোবর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি
কার্যক্রমে যে সকল আবেদনকারী ক) মেধা তালিকায় স্থান পায়নি।

খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
 গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে ১ম রিলিজ স্লিপ আবেদন করতে হবে।

 কলেজ কর্তৃক যে সফল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ প্রিপে আবেদন করতে পারবে না। এ সংক্রান্ত বিজ্ঞারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)mportant Notice
অপশন থেকে জানা যাবে।

বি:দ্র: সংশ্লিষ্ট সকলকে কোতি-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সশা করতে হবে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপ অনলাইন আবেদন নিমােক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে

আবেদনের তারিখ, 

ক)২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে। । রিলিজ স্লিপ অনলাইন আবেদনের ১৮/১০/২০২১তারিখ।
i) রিলিজ স্লিপ আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে ৩১/১০/২০২৪
| Honours Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও
অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপ আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

if) এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক College Selection Option এ গিয়ে যে কোন কলেজ elect ঐ কলেজে তার ভর্তি যােগ্য (Eligible) বিষয়ে শূন্য আসনের । দেখতে পাবে।
আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যােগ্য
(Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার
পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করবে।


iii) আবেদনকারীকে রিলিজ স্লিপ আবেদন ফরমটি ডাউনলােড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট/পিডিএফ কপি
সংগ্রহ করতে হবে তবে এই ফরমটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না কোন ফি প্রদান করতে
হবে না।

iv) সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপ আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
র-২৯
১৯/২০ ২৪
( প্রফেসর , ম নাসির উদ্দিন)।ডিন (ভারপ্রাপ্ত), স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক চুলজাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪
ফোন ০২-৯২৯১০৬৮, ০২-৯২৯১০৮৪
torta-deanug@nubd.info
তারিখ ১৩/১০/২০২১
স্মারক নং: ১০(২২৬)জাতী:বি:/রেজি:/অ্যাক:
২০২১/২৪৪৬অনুলিপি।

১। সকল বিভাগীয় প্রধান, জাতীয় বিশ্ববিদ্যালয়
২। সচিব, ভাইস চ্যান্সেলর এর দপ্তর, জাতীয়
বিশ্ববিদ্যালয়
৩। সচিব, অতি ও রেজিস্ট্রেশন ফেল, জাতীয় বিশ্ববিদ্যালয়
৪। সিনিয়র সিস্টেম এনালিস্ট, ভর্তি ও রেজিষ্ট্রেশন সেল, জাতীয় বিশ্ববিদ্যালয়
৫। সহকারী রেজিস্ট্রার, শ্রো-ভাইস চ্যান্সেলর দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৬। অফিস কলি১৩/১/২০২৪

আবেদন শুরুর তারিখ,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপ অনলাইন আবেদন ১৮ অক্টোবর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

 ইসলামিক ভিডিও 

1 Response to "জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপে ভর্তির তারিখ ২০২৩-২৪"

Copyright

Extra Links

» About us
» Contact us
» Sitemap
» Facebook Group ✔
» বিজ্ঞাপন দিন